Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

সেবার ধরণ

সেবা প্রদানের সময়সীমা

সেবাপ্ রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

তিন মাস মেয়াদী গবাদিপশু, হাঁসমুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ কোর্স

উপজেলাকার্যালয়েআবেদনপত্রজমাদেওয়ারপরমহা-পরিচালকেরকার্যালয়/উপ-পরিচালকেরকার্যালয়হইতেনির্দেশিততারিখেরমধ্যেপ্রশিক্ষণেরজন্যপাঠানোহয়।

বয়স(১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকারযুবক ও যুবমহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি যাচাই বাছাই করেজেলা কার্যালয়ে প্রেরণ করবেন। অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন। স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

যুব প্রশিক্ষণ কেন্দ্র,

১ মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স

মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র

৪ মাস মেয়াদী পোষাক তৈরী (মেয়েদেরজন্য)  প্রশিক্ষণ কোর্স

যুব প্রশিক্ষণ কেন্দ্র

৬ মাস মেয়াদী স্টেনোটাইপিং প্রশিক্ষণ কোর্স

৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স

৬ মাস মেয়াদীই লেট্রনিক প্রশিক্ষণ কোর্স

৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন প্রশিক্ষণ কোর্স

৬ মাস মেয়াদী ইলেকট্রনিক এন্ড হাউজওয়্যারিং প্রশিক্ষণ কোর্স

 

৭ হইতে ১০ দিনের গবাদিপশু ও হাঁসমুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা মৎস্যচাষ এবং নাসারী বিষয়ে প্রশিক্ষণ কোর্স (অপ্রাতিষ্ঠানিক)

 

উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়।

বয়স (১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুব মহিলা প্রশিক্ষণে

আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন। উপজেলা কার্যালয় আবেদন পত্রগুলি

যাচাই বাছাই করে ৩০ জনের একটি তালিকা প্রস্ত্তত করে অনুমোদনের জন্য  জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।

জেলা কার্যালয় হইতে অনুমোদন পাওয়ার পর উপজেলা কার্যালয় কর্তৃক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।